আটক নীলা মল্লিক বাগেরহাটের সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামের জাহিদ মল্লিকের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে অ্যাপ্রন পরা অবস্থায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন নীলা। এসময় তিনি নিজেকে ‘ইন্টার্নি ডাক্তার’ পরিচয় দিয়ে রোগী সেবায় সম্পৃক্ত হন। এসময় কর্মরতদের সন্দেহ হলে হাসপাতালের কর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নীলা মল্লিক অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য দেন।
পরে তিনি নিজেকে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হিসেবে পরিচয় দেন। কিন্তু অনুসন্ধানে তার দাবির সত্যতা মেলেনি। পরবর্তীতে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নেন এবং কোতোয়ালি থানায় সোপর্দ করেন।
আরও পড়ুন: নালিতাবাড়ীতে ভুয়া চিকিৎসক বাবার কারাদণ্ড, ছেলেকে জরিমানা
এই বিষয়ে জেনারেল হাসপাতালের সুপার হোসাইন শাফায়াত বলেন, একটি মেয়ে জরুরি বিভাগে নিজেকে ইন্টার্নি ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে রোগীদের বিভ্রান্ত করছিল। খবর পেয়ে হাসপাতালের স্টাফরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·