বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯টায় জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টায় ইসলামপুর উপজেলার যমুনা নদীর কুলকান্দি জিরো পয়েন্ট থেকে চর কুলকান্দির উদ্দেশে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা যাত্রা শুরু করে। মাঝপথে অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি ডুবে যায়।
আরও পড়ুন: আত্মীয়র বাসায় বেড়াতে গিয়ে নৌকাডুবিতে শিশুসহ ৫ জনের মৃত্যু
নৌকার যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চার ঘণ্টার চেষ্টায় বিল্লাল মন্ডল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তিনি কুলকান্দি মধ্যপাড়া গ্রামের সামছুল মন্ডলের ছেলে।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।’
]]>