যমুনার তীরে চলছে সূর্য পূজা, আমেজে পুণ্যার্থীরা

৩ সপ্তাহ আগে
সিরাজগঞ্জের যমুনা নদী তীরে চলছে দুদিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সূর্য পূজা। সূর্য পূজা উপলক্ষে পুরো যমুনা নদীর তীরে উৎসবের আমেজ বইছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শুরু হওয়া এই সূর্য পূজা চলবে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত।

সূর্য পূজাকে ঘিরে শঙ্খ ধ্বনি, উলুধ্বনি আর ঢাকঢোলের বাদ্যে মুখরিত হয়ে ওঠে নদীর তীর। দুপুরের পর থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে পজোর ডালা সাজিয়ে ভক্তরা মাথায় করে নিয়ে আসে নদীর পাড়ে। এরপর ঘাটে নানা রকমের ফল, ফুল দিয়ে নৈবিদ্য সাজানো হয় সূর্য দেবতার উদ্দেশ্যে। প্রতিটি ঢালায় প্রজ্বলন করা হয় মঙ্গলপ্রদীপ।

 

এরপর ভক্তরা নদীতে মেনে সূর্য দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করেন। যমুনা নদীতে নেমে হাতজোড় করে সূর্য দেবের কাছে প্রার্থনা করেন এবং ছট দেবীর এই পূজা চলে সূর্যাস্ত পর্যন্ত। এ সময় পুণ্যার্থীরা দেশ জাতি ও সমাজের মঙ্গল কামনা করেন। সারাদিন উপবাস থেকে সূর্য দেবতার উদ্দেশ্যে পরিবার, পরিজনসহ সকলের মঙ্গল কামনায় প্রার্থনায় এই করেন বলে জানান, ভক্তরা।

 

আরও পড়ুন: সিরাজগঞ্জে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

 

তৃণমূল হিন্দু ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল সিং বলেন, সূর্য পূজা উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে যমুনা। পূজা দেখতে দুর দুরান্ত থেকে আসছে দর্শনার্থীরা। এবারের সূর্য পূজা কে আরো আনন্দঘন করতে এবছর বিভিন্ন এলাকা থেকে ভক্ত বৃন্দদের একত্রিত করে এই পূজার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস জানান, সূর্য পূজা সুষ্ঠু ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের জন্য এবার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সব এলাকার মানুষকে একত্রিত করে এবারের পূজার আয়োজন করা হয়েছে। সেই সাথে পূজার সার্বিক নিরাপত্তায় আইশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে।

 

আরও পড়ুন: সন্ধ্যা নামলেই আতঙ্ক, ডাকাতির 'হটস্পট' সিরাজগঞ্জের রানীরহাট-বেড়খালি সড়ক

 

সূর্য পূজা বা ছট পূজা প্রতিবছর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে এই পুজায় আয়োজন করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন