যত বাধাই আসুক ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার

৩ সপ্তাহ আগে
যত বাধাই আসুক ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

 

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য। একই জামাতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ইশরাক হোসেন ও কয়েকটি রাজনৈতিক দলের নেতা।

 

সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরাও অংশ নেন এ ঈদ জামাতে।

 

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত, অংশ

 

নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি স্মরণ করেন জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের এবং সুস্থতা কামনা করেন আন্দোলনে আহতদের। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি।

 

মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

]]>
সম্পূর্ণ পড়ুন