ময়মনসিংহে রেলওয়ের উচ্ছেদ অভিযান

২ দিন আগে
ময়মনসিংহে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা বাজার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (১৪ মে) দুপুরে নগরীর সানকিপাড়া বাজার ও রেলগেইট এলাকার দুপাশে অভিযান চালানো হয়।
এতে প্রায় অর্থশত বছর ধরে গড়ে উঠা সানকিপাড়া বাজার উচ্ছেদ এবং রেলগেটের দুইপাশের শতাধিক দোকানপাট খননযন্ত্র দিয়ে গুঁড়িয়ে ফেলা হয়। 


সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা নাছির উদ্দিন মাহমুদ।

আরও পড়ুন: সাম্য হত্যার প্রতিবাদে জামালপুরে মিছিল সমাবেশ

তিনি জানান, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ সিটি করপোরেশন রেলওয়ের জায়গায় অবৈধভাবে লিজ দিয়ে আসছিল। সারাদেশের চলমান উচ্ছেদে অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, যা চলমান থাকবে। 


এদিকে উচ্ছেদ অভিযান চলাকালে ময়মনসিংহ-জামালপুর রুটে দুই ঘণ্টা বন্ধ ছিল রেলযোগাযোগ।

]]>
সম্পূর্ণ পড়ুন