ময়মনসিংহে বড় ভাইয়ের পিঁড়ির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

৪ সপ্তাহ আগে
ময়মনসিংহ নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের পিঁড়ির আঘাতে আহত ছোট ভাই আজহারুল ইসলাম চুন্নু (৩০) মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১৬ অক্টোবর সকালে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের এক পর্যায়ে বড় ভাই সুমন পিঁড়ি দিয়ে চুন্নুর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত চুন্নুকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

 

নিহত চুন্নু নগরীর হযরত আলীর ছেলে। ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়েছেন।

 

চুন্নুর মৃত্যুর পর খবর পেয়ে পুলিশ বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

আরও পড়ুন: তারাকান্দায় বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

 

কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদুল হাসান খালিদ বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে মারামারির সময় বড় ভাই সুমন পিঁড়ি দিয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়ে পরে মারা যায়।’

 

তিনি আরও বলেন, ‘ঘটনার পর নিহতের পরিবার প্রথমে থানায় অভিযোগ দেয়নি। মৃত্যুর পর নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িত সবাই বর্তমানে পলাতক রয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন