মৃতরা হল- গোপীনগর গ্রামের শহীদ মিয়ার মেয়ে সাদিয়া (৭) ও জাকির হোসেনের ছেলে আলিফ মাহমুদ (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই-বোন।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে ডোবার পাড়ে তারা খেলা করছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় আত্মীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের মরদেহ ডোবার পানিতে ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: রাজবাড়ীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
হালুয়াঘাট থানার ওসি তদন্ত রাজন চন্দ্র পাল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।