মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ এবং ময়মনসিংহ-৬ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল হয়েছে।
জানা গেছে, সন্ধ্যার পর মনোনয়ন প্রত্যাশী তায়েবুর রহমান হিরণের নেতাকর্মীরা সড়ক ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গাজীপুর ও রামগোপুর এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এর আগে, সকালে গৌরীপুর স্টেশনে পৌনে এক ঘণ্টা ট্রেন অবরোধ করে বিক্ষোভ করে তারা। এসময় তারা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইনের মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।
এদিকে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুকের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আব্দুল করিম সরকারের অনুসারীরা। সন্ধ্যার পর বের হয়া মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বিক্ষোভকারীরা বলেন, আখতারুল আলম ফারুকের মনোনয়ন বাতিল করতে হবে। মনোনয়ন বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আব্দুল করিম সরকার বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে রাজপথে আন্দলোন করেছে। প্রায় অর্ধশতাধিক মামলার আসামি হয়ে একাধিকবার গ্রেফতার হয়েছে। তার মতো ত্যাগী নেতাকে বাদ দিয়ে জনবিচ্ছিন্ন নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। যা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা মানতে পারছেনা এবং মানবে না।
আরও পড়ুন: কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, সড়ক অবরোধ ও মশাল মিছিল
তবে এ ব্যাপারে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক বলেন, আমি বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকেছি। দলের জন্য কাজ করেছি। সেজন্য দল আমাকে মূল্যায়ন করেছে এবং কাঙ্ক্ষিত মনোনয়ন আমাকেই দিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সবাইকে শপথ করেছিলেন ধানের শীষের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। আমি আশাকরি সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে জয়ী করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়েই কাজ করবে এবং বিজয়ী করবে।

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·