আইসাক জাতীয়তায় সুইডিশ। তার পরিবর্তে আরেক সুইডিশে নজর ঘুরিয়েছে আর্সেনাল, তার নাম ভিক্তর গিওকারেস, খেলেন পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনে। এমন খবরই দিয়েছে দ্য অ্যাথলেটিক।
অ্যাথলেটিক জানিয়েছে, আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বার্তা মনে করছেন, সব দিক মিলিয়ে আইসাকের তুলনায় গিওকারেসকে পাওয়া তাদের জন্য সহজ হবে। বাজার মূল্যে আইসাকের (১০০ মিলিয়ন ইউরো) তুলনায় গিওকারেসের (৭৫ মিলিয়ন ইউরো) মূল্যও কম। অধিকন্তু গিওকারেসের ফর্মও দুর্দান্ত, চলতি মৌসুমে স্পোর্টিং লিসবনের হয়ে ৪২ ম্যাচে করেছেন ৪২ গোল, সঙ্গে আইসাকের তুলনায় ৬টি বেশি অ্যাসিস্ট।
আরও পড়ুন: ঈদের শুভেচ্ছা জানালেন হামজা-জামালরা
গত কয়েক মৌসুম থেকেই ইউরোপের বড় দলগুলোর রাডারে আছেন ২৬ বছর বয়সি গিওকারেস। সুইডিশ এই স্ট্রাইকার ২০২৩ সালে কোভেন্ট্রি সিটি থেকে পর্তুগিজ ক্লাবটিতে যোগ দেয়ার পর থেকেই গোলের বন্যা বইয়ে দিচ্ছেন। গত নভেম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে ৪-১ গোলের জয়ে ৩টিই ছিল তার। তাকে কিনতে হলে আর্সেনালকে খরচ করতে হতে পারে ১২০ মিলিয়ন পাউন্ড, কারণ স্পোর্টিংয়ের সঙ্গে তার চুক্তি ২০২৮ সালের জুন পর্যন্ত।
গিওকারেসের ক্লাব ক্যারিয়ারে ৩২৩ ম্যাচে গোল ১৬২টি। জাতীয় দলের হয়ে ২৬ ম্যাচে করেছেণ ১৫টি। সব মিলিয়ে তাকে ভালো অপশন মনে করছে আর্সেনাল।