সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর এলাকা থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সোমবার শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় দুপুরের সময় শ্রমিকরা ঝোপঝাড় পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় পাশের একটি দেয়ালের উপর বিশাল আকৃতির একটি অজগরকে লম্বালম্বিভাবে শুয়ে থাকতে দেখতে পায়। এতে ভয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে হল্লাচিৎকার করলে লোকজন বেড়িয়ে আসে। এ সময় অজগরটি লোকজনের উপস্থিতি আঁচ করে স্থান পরিবর্তনের চেষ্টা চালায়। তবে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও রাজদীপ দেব এসে কৌশলে অজগরটি উদ্ধার করে। অজগরটি লম্বায় প্রায় ১২ ফুটের মতো। পরে বন বিভাগের কাছে এ অজরটি হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে অজগর গিলে খেলো আস্ত ছাগল
পরিবেশ বাদীরা বলছেন,পাহাড়ি এলাকায় খাদ্য সংকট দেখা দেয়াতে ঘন ঘন অজগরসহ অন্য বন্যপ্রাণীরা লোকালয়ে বেড়িয়ে আসছে।
এর আগে রোববার (২৩ নভেম্বর) নোয়াগাঁও এলাকার একটি ধান ক্ষেত থেকে প্রায় ৫ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়।

২ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·