মোহাম্মদপুরে সংঘর্ষে যুবকের মৃত্যু, আটক ২০

৪ সপ্তাহ আগে
মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যুর ঘটনায় জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদপুর ও তার আশেপাশের এলাকা থেকে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে জেনেভা ক্যাম্পের ভেতরে সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় বিভিন্ন কক্ষে অভিযান চালানো হয়।


অভিযানে একটি কক্ষ থেকে ককটেল তৈরির গান পাউডার এবং মার্বেল জব্দ করা হয়।

 

আরও পড়ুন: জেনেভা ক্যাম্পের গডফাদারদের গ্রেফতারে অভিযান চালাবে পুলিশ

 

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুবায়ের জুয়েল রানা জানান, মধ্যরাতে সংঘর্ষের পর থেকে পুলিশ তৎপর হয়ে মাঠে নেমেছে। এই এলাকায় বিভিন্ন গ্রুপ ও উপ-গ্রুপে বিভক্ত হয়ে অপরাধীরা অপরাধ করে। এছাড়া এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বেগ পেতে হয় পুলিশকে। গতকাল রাতে একই কায়দায় দুই গ্রুপ সংঘর্ষ জড়ালে জাহিদ নামে এক যুবক নিহত হয়। এই ঘটনায় প্রায় ২০ জনকে আটক করা হয়েছে।


বিষয়টির তদন্ত চলছে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন