মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে তরুণ নিহত

১ সপ্তাহে আগে
রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাউজিং এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে রাকিব হোসেন (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় মিলন হোসেন (৩৮) নামে রাকিবের সঙ্গে থাকা আরেকজন আহত হন।

বৃহস্পতিবার (১৫ মে) ভোরে মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত রাকিব ভোলার চরফ্যাসন এলাকার আনিসুল হকের ছেলে এবং আহত মিলন ভোলার দক্ষিণ আইচা এলাকার মৃত কাশেম মিস্ত্রীর ছেলে। তারা দুইজনই বসিলা এলাকায় থাকতেন। আহত মিলনকে পুলিশ পাহারায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার ভোরে কয়েকজন ছিনতাইকারী সিটি হাউজিং এলাকার ৪ নম্বর সড়কে ছিনতাই করছিল। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের ধাওয়া করেন। এ সময় দুইজন ধরে ফেলেন তারা। বাকিরা পালিয়ে যান। আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান। আর মিলন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

 

আরও পড়ুন: মোহাম্মদপুরে থেমে নেই মাদক কারবারিদের দৌরাত্ম্য

 

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ উদ্দিন জানান, দুই ছিনতাইকারীর কাছ থেকে একটি চাপাতি পাওয়া গেছে। রাকিবের বিরুদ্ধে এর আগে মোহাম্মদপুর থানায় একটি চুরির মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

 

‎তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, সকালে স্থানীয়রা ছিনতাইরত অবস্থায় তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে দুজনই অসুস্থ হয়ে পড়ে। মেডিকেলে নিয়ে গেলে তাদের মধ্যে একজন মারা যায়। এ ঘটনায় নিয়মিত মামলা হচ্ছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন