মোসাদ্দেক বশিরের মৃত্যুতে এসআরএফ’র শোক

৩ সপ্তাহ আগে
সুপ্রিম কোর্ট বিটের সাবেক সাংবাদিক ও ফরিদপুর জজ কোর্টের আইনজীবী মোসাদ্দেক আহমেদ বশিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

রোববার (২৬ অক্টোবর) রাতে এসআরএফের সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম এক শোকবার্তায় তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তারা মরহুম মোসাদ্দেক আহমেদ বশিরের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বিটের সাবেক সাংবাদিক ও ফরিদপুর জজ কোর্টের আইনজীবী মোসাদ্দেক আহমেদ বশির সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

উল্লেখ্য, মোসাদ্দেক আহমেদ বশির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স শেষ করে সাংবাদিকতা শুরু করেন। তিনি ঢাকা টাইমস পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে সুপ্রিম কোর্ট ও দুদক বিটে সাংবাদিকতা করেছেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে সাংবাদিকতা ছেড়ে আইন পেশায় ‍যুক্ত হন। তিনি ফরিদপুর জজ কোর্টের একজন সুপরিচিত আইনজীবী ছিলেন।

 

আরও পড়ুন: বিয়ারিং প্যাড পড়ে কালামের মৃত্যু মানতে পারছে না কেউ, গ্রামের বাড়িতে হাহাকার

]]>
সম্পূর্ণ পড়ুন