মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ৪ বন্ধু, পথে প্রাণ গেল দুজনের

৩ সপ্তাহ আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা নলেয়া ব্রিজ এলাকায় এ দুঘটনা ঘটে।

 

নিহতরা হলেন: কৌশিক (১৭) ও শ্রাবন (১৮)। এছাড়া আহত রিফাত (১৭) ও তৌহিদকে (১৯) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে।

 

আরও পড়ুন: অটোরিকশার ধাক্কার পর বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 

স্থানীয়রা জানান, রাতে এক মোটরসাইকেলে করে ৪ বন্ধু ঢোলভাঙ্গা বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় গাইবান্ধা থেকে আসা একটি ট্রাক তাদেরকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন দুজন

 

পলাশবাড়ী থানার অফিসার ইনর্চাজ মো. জুলফিকার আলী ভুট্টো জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন