শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, রাত সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন এসে নির্বাচন কমিশনের দিকে একটি ককটেল ছুড়ে মারলে সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। এরপর পালিয়ে যাওয়ার সময় আমাদের টহল টিম ধাওয়া করে হাতেনাতে শুভ নামে এক যুবককে আটক করে।
আটক যুবকের কাছ থেকে ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নামও পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ৩৪ প্রস্তাব চূড়ান্ত করলো ইসি
ইবনে মিজান বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। তদন্ত করে বিস্তারিত আরও তথ্য পাওয়া যাবে। নাশকতা নাকি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য কেউ চেষ্টা করছে তা খতিয়ে দেখা হবে।’

৩ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·