বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালজুঁড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা রাস্তার পাশে থামানো অবস্থায় ছিলো। হঠাৎ একটি মোটরসাইকেলে চড়ে আসা দুই ব্যক্তি অটোরিকশাটিতে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় সামনের, পেছনের ও উপরের অনেকখানি অংশ পুঁড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়।
আরও পড়ুন: তেজগাঁওয়ে ট্রেনের কোচে আগুন
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘রাতে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ের সামনে একটি অটোরিকশায় অগ্নিসংযোগের খবর পাই। এ খবর পাওয়ার পর তাৎক্ষণিক থানা পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায় নি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’
ওসি জানান, তিনি নিজেও টহলে আছেন। যে স্থানগুলোতে নাশকতা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে সেই সব জায়গায় পুলিশের টহল অব্যাহত আছে।
আরও পড়ুন: ময়মনসিংহে বাসে আগুন: কারাগারে আওয়ামী লীগ নেতা
যে কোনো ধরণের নাশকতা রোধে পুলিশ সতর্ক ও তৎপর রয়েছে বলেও জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম।

১ সপ্তাহে আগে
৫







Bengali (BD) ·
English (US) ·