শুক্রবার (৪ জলাই) সকালে উপজেলার বিশনন্দী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহবুবুল আলম (৫৩) পেশায় কৃষক ছিলেন।
পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন সময় সংবাদকে বলেন, ইয়াছিন প্রবাসে থাকা অবস্থায় মানসিক ভারসাম্যহীন হলে দুই বছর আগে দেশে ফিরে আসেন। বাড়িতে থাকা অবস্থায় তার চিকিৎসা চলছিল। পরিস্থিতি বেশি খারাপ হলে বিভিন্ন সময় তাকে হাত-পা বেঁধে রাখা হতো। শুক্রবার সকালে কৌশলে হাতের বাঁধন খুলে ঘুমন্ত বাবা মাহবুবুল আলমের শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায় ইয়াছিন। পরে মুমূর্ষু অবস্থায় মাহবুবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ইয়াসিন মাদকাসক্ত। মোটরসাইকেল কেনার জন্য টাকা না দেয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে তার বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসা-বাড়ির দেড় হাজার সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস
এলাকাবাসী জানান, সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চায়। মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ড্রেন থেকে পোশাক শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ওসি খন্দকার নাসির উদ্দিন সময় বলেন, খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের পরিবার বলছে মানসিক ভারসাম্য ছেলে তার বাবাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে। অন্যদিকে এলাকাবাসি বলছে মোটরসাইকেল কেনার টাকা না দেয়ায় ইয়াছিন তার কৃষক বাবাকে হত্যা করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আমরা উভয়পক্ষের দেয়া তথ্য যাচাই বাছাই ও তদন্ত করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>