সোমবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন নৌবাহিনীর ফায়ার সার্ভিসের সদস্যরা। আধঘণ্টার প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
নৌবাহিনীর ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৭টা ৪৫ মিনিটে মোংলা উপজেলাধীন দিগরাজ বাজার সংলগ্ন রেজা কমপ্লেক্স মার্কেটের তৃতীয় তলায় বিভিন্ন রকমের প্যাকেট সামগ্রীর কাগজের কার্টনে আগুন লেগে ধোয়ার সৃষ্টি হলে মোংলা নৌবাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা খবর পেলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট দোকান মালিকদের বিষয়টি অবগত করেন এবং স্থানীয় ফায়ার সার্ভিসকে অবগত করার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
আরও পড়ুন: ঢাবির বিজয় একাত্তর হলের আগুন নিয়ন্ত্রণে
প্রাথমিকভাবে জানা যায়, ওই স্থানে আগুন লাগার আগে কোনো ব্যক্তি ধূমপান করে সিগারেটের অবশিষ্ট অংশ না নিভিয়ে চলে আসে। পরবর্তীতে সিগারেটের অংশ থেকে থেকে কাগজের কার্টনে আগুন লেগে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় দোকানদার ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় আগুন লাগার স্থানে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের আনতে সক্ষম হয়।

২ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·