রোববার (১৩ এপ্রিল) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনও তার নাম পরিচয় পাওয়া যায়নি।
মোংলা নৌপুলিশের ইনচার্জ মো. লুৎফুল কবির জানান, দুপুরে মোংলা পশুর ও মোংলা নদীর মোহনা পানির ঘাট এলাকায় নদীতে অর্ধগলিত একটি মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ওই নারীর মরদেহটি উদ্ধার করেছে নৌপুলিশ।
উদ্ধারের পর অজ্ঞাতপরিচয় মরদেহটি শনাক্তে লাশের আঙুলের ছাপ নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ময়নাতদন্তের জন্য দুপুরেই মরদেহটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে স্ত্রীকে গলাটিপে হত্যার পর পালালেন স্বামী
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান বলেন, ‘স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশটির সঠিক নাম পরিচয়ের জন্য জেলার প্রতিটি থানায় তথ্য পাঠানো হয়েছে। আর পরিচয় পাওয়া ও ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর এলে রহস্য। এরপরই আইনি ব্যবস্থা নেয়া হবে।