মোংলায় চিংড়ি ঘের দখল, বাধা দিতে গিয়ে একই পরিবারের জখম ৪

৩ সপ্তাহ আগে
বাগেরহাটের মোংলায় একটি চিংড়ীর ঘের দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতা জিয়ার শেখসহ ও তার লোকজনের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নারী স্বেচ্ছাসেবকসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।


জিয়ার শেখ সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি। তিনি বাঁশতলা গ্রামের আব্দুল শেখের ছেলে।


পুলিশ জানায়, মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া গ্রামের বৃদ্ধ ধীরেন্দ্র নাথ বর নিজের জমিতে চিংড়ী ঘের করে সংসার চালিয়ে আসছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই সেই চিংড়ী ঘেরটি দখলে নেয়ার পায়তারা করে আসছিলেন জিয়া শেখ ও মিজান শেখসহ তার লোকজন। 


আরও পড়ুন: পুলিশের সামনে বিবাদীকে পেটাল বাদী, ৪ পুলিশ সদস্য অবরুদ্ধ


সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কেউ বাড়িতে না থাকার সুবাধে হঠাৎ জিয়ার শেখ, ভাই মিজান শেখসহ তাদের দলবল নিয়ে ১০/১৫ বিঘার চিংড়ী ঘেরটি দখল করে নেন। এ সময় লুট করে নেন বিভিন্ন প্রজাতির মাছও। এতে ধীরেন্দ্র নাথের স্ত্রী বৃদ্ধা সত্যবতি বর বাধা দিলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন জিয়ার ও তার লোকজন।


খবর পেয়ে ধীরেন্দ্র নাথের ছেলে ধিমান, মেয়ে সিপিপি নারী সদস্য তমা মণ্ডল মাকে বাঁচাতে এলে তাদেরও পিটিয়ে জখম করা হয়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চারজনকে মোংলা হাসপাতালে ভর্তি করেন। মেয়ে তমা মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। এ ব্যাপারে এজাহার দাখিল হয়েছে, থানায় মামলার প্রস্তুতি চলছে।


এ ব্যাপারে অভিযুক্ত জিয়ার শেখের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


আরও পড়ুন: মোংলায় জমি নিয়ে দ্বন্দ্বে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

 

তবে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘জিয়ার শেখ আমাদের ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি। কিন্তু জাতীয়তাবাদী বিএনপির দলের নাম ব্যবহার করে যদি কেউ ঘের দখল, লুটপাট ও নিরীহ মানুষদের ওপর জুলুম বা মারধর করে থাকেন তবে তাকে দল থেকে বহিষ্কারসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।’


মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. ভুলেট সেন বলেন, ‘আহত ৪ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। আর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মেয়ে তমা মণ্ডলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থা অবনতি হলে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হবে।


আরও পড়ুন: রাজবাড়ীতে সালিশে একই পরিবারের ২০ জনকে কুপিয়ে জখম


মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, সুন্দরবন ইউনিয়নে মারামারির ঘটনা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছি, মামলা রুজুর প্রস্তুতি চলছে।


উল্লেখ্য, গত দুই মাস আগে সুন্দরবন ইউনিয়নের সাবেক পাঁচবারের ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আবুল কালাম আজাদের একটি চিংড়ী ঘের দখল করতে গিয়ে বাধার মুখে পরে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়। সে ঘটনায় থানায় অভিযোগও হয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন