মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে জেলা শহরের বানিয়াপাড়ায় ‘গিনি হাউজ জুয়েলার্স’ নামের দোকানটিতে এ ঘটনা ঘটে।
পরিবার ও ব্যবসায়ীরা জানান, সোমবার ছিল লব বণিকের মেয়ের গায়ে হলুদের আয়োজন, মঙ্গলবার ছিল বিয়ের দিন। এ উপলক্ষে দোকান বন্ধ রেখে তিনি বাড়িতে ছিলেন। ভোরে লব বণিক তার ভাগ্নে নন্দ দত্তকে দোকান খুলতে পাঠালে সে দেখে তালা ভাঙা। পরে পরিবারের সদস্যরা গিয়ে দেখতে পান, দোকানে রাখা প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। মালিকের দাবি, চুরি হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে ১১-১২ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র দোকানে প্রবেশ করে চুরি সংঘটিত করে। এই ঘটনায় পরিবার ও আত্মীয়দের আনন্দ মুহূর্ত বিষাদে পরিণত হয়।
আরও পড়ুন: স্যালাইনের মেয়াদ শেষ ২৪ সালে তবু রোগীকে পুশ করলো নার্স!
চুরির প্রতিবাদে পঞ্চগড়ের সব জুয়েলারি দোকান মঙ্গলবার দিনভর বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন, পঞ্চগড়।
সংগঠনের সাধারণ সম্পাদক মধুসূদন বণিক রনি বলেন, ‘গিনি হাউজ জুয়েলার্সে তালা ভেঙে চোরেরা প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এই ঘটনায় আমরা সবাই মর্মাহত। তাই জেলায় সব জুয়েলারি দোকান বন্ধ রাখা হয়েছে।’
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান সময় সংবাদকে বলেন, ‘পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়েছেন। তারা এজাহার দিলে মামলা গ্রহণ করা হবে। ঘটনার তদন্ত চলছে।’
]]>