মেয়েদের ক্লাসিকোয় প্রথম জয়ের স্বাদ পেলো রিয়াল মাদ্রিদ

৩ সপ্তাহ আগে
অবশেষে নারী ফুটবলের এল ক্লাসিকোয় থেমে গেলো বার্সেলোনার জয়যাত্রা। চিরপ্রতিদ্বন্দ্বী কাতালান ক্লাবটির বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেলো লস ব্লাঙ্কোসরা। লিগা এফ এর ম্যাচে রোববার (২৩ মার্চ) বার্সেলোনাকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আগের ১৮ বারের দেখায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে সবকটিতেই জিতেছিলো বার্সেলোনা।

লিগে ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গত পাঁচ মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা। 

 

প্রথম গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয় ৪১ মিনিট। ডেনমার্কের ফরোয়ার্ড ক্যারোরিন মোলারের অ্যাসিস্টে বার্সার জালে বল জড়ান আলবা রেদোন্দো। এরপর ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। 

 

আরও পড়ুন: হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে বড় ১০ দল

 

বিরতির পর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে বার্সার মেয়েরা। অবশেষে ৬৭ মিনিটে সমতা ফেরায় তারা। মাপি লিওনের অ্যাসিস্টে দারুণ এক গোল করে দলকে ম্যাচে ফেরান গ্রাহাম হানসেন। 

 

আরও পড়ুন: এমবাপ্পে ভবিষ্যতে বেশ কয়েকটি ব্যালন ডি'অর জিতবেন: মদ্রিচ

 

পুরো ম্যাচে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। তবে শেষ দিকে আর পেরে ওঠলো না বার্সেলোনার মেয়েরা। নিজেদের ঘরের মাঠে ৮৭ মিনিটে দ্বিতীয় গোল হজম করে কাতালানরা। অতিরিক্ত যোগ করা সময়ে ৯০+৬ সময়ে বার্সেলোনার কফিনে শেষ পেরেকটি মারে রিয়াল মাদ্রিদ। আর তাতেই টানা ১৮ হারের পর মেয়েদের ক্লাসিকোয় প্রথম জয়ের দেখা পেলো রিয়াল মাদ্রিদ।

]]>
সম্পূর্ণ পড়ুন