মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে আজ অনুষ্ঠিত হয়েছে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র। বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে, এই গ্রুপে বাকি তিন দল হলো- মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।
আরও পড়ুন: মিথ্যা সাক্ষ্য দেওয়ায় ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেফতার
গ্রুপের বাকি তিন দলের মধ্যে কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে তুলনামূলক দুর্বল তুর্কমেনিস্তান। বাকি দুই মিয়ানমার ও বাহরাইন বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে।
কাগজে-কলমের হিসাবে, মিয়ানমার ও বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা বেশ কঠিনই হবে। এশিয়ার ৩৪টি দেশ ৮টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে এশিয়ান কাপ বাছাইয়ে। ৬টি গ্রুপে আছে ৪টি করে দল, বাকি দুটি গ্রুপে আছে ৫টি করে দল।
আরও পড়ুন: বাংলাদেশ ছাড়ার আগে যা বললেন হামজা
প্রতিটা গ্রুপের সেরা দলগুলো চূড়ান্ত পর্বে যোগ দেবে। সরাসরি খেলবে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান। বাছাই পর্বে বাংলাদেশ যে গ্রুপে রয়েছে, সেই গ্রুপের খেলা হবে মিয়ানমারে। ২৩ জুন থেকে ৫ চুলাই হবে এশিয়ান কাপ বাছাই পর্বের খেলা। ২০২৬ সালে চূড়ান্ত পর্বের খেলা অনুষি।টত হবে অস্ট্রেলিয়ায়।
]]>