শুক্রবার (১৫ আগস্ট) রাত ১টার দিকে মুজিবনগরের শিবপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে অভিযান পরিচালনাকারী দলটি। পরে তাকে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়।
আটক ইমান আলী মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত আমির শেখের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, শিবপুর গ্রামে ইমান আলীর কাছে অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়েছিল তাকে। গতকাল অভিযানে তার কাছ থেকে Made In USA 7.62 একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে মুজিবনগর থানায় আগ্নেয়াস্ত্রসহ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সেনা অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
মুজিবনগর থানা সূত্র মতে, ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র মাদক, চোরাচালান, নাশকতা ও আইন-শৃঙ্খলা লঙ্ঘনসহ ১১টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে মেহেরপুর আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অস্ত্রসহ নতুন একটি মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন আছে।