মেহেরপুর শহরের কোর্ট রোডে স্টেডিয়াম পাড়া মোড়ে মেসার্স সাগর স্টোরে এ জরিমানা করা হয়। অভিযানে অনিরাপদ খাদ্য ও বিএসটিআই অনুমোদন ব্যতীত বিভিন্ন ধরনের শিশু খাদ্য পাওয়া যায়। এছাড়াও চটকদার নাম দিয়ে নিম্নমানের চিপস, চকলেট ও চাটনি বিক্রি করার সত্যতা মেলে।
এ সময় অনিবন্ধিত বিভিন্ন কোম্পানির পণ্য উদ্ধার করে দোকানটা থেকে। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ ক্যাবের সদস্যরা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার হ্যালো বেকারিকে দুই লাখ টাকা জরিমানা
অভিযানে নিম্নমানের এসব খাদ্যপণ্য জব্দ করে নিরাপদ স্থানে নিয়ে ধ্বংস করা হয়। এ ধরনের পণ্য বিক্রির বিষয়ে দোকান মালিক জহিরুল ইসলামকে সতর্ক করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। এছাড়াও বাজারে গুড়ের আড়ত, হোটেল রেস্তোরাঁসহ অন্যান্য দোকানগুলোতে তদারকি চালানো হয়।