মেহেরপুরে ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

৬ দিন আগে
মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাণিজ্য মেলা বন্ধ ও ব্যবসায়ীদের লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বড় বাজারের ব্যবসায়ী সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ‌

সমস্যা সমাধানে মেহেরপুর জেলা প্রশাসকের আশ্বাসের পর রোববার (১৩ এপ্রিল) দুপুর থেকে তারা ধর্মঘট স্থগিত করে দোকানপাট খুলে দেয়।


মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু জানান, ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে জেলা প্রশাসকের বৈঠক হয়। ‌ বৈঠকে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য বাণিজ্য মেলা বন্ধসহ নানা বিষয়ে আলোচনা হয়। ‌ব্যবসায়ীদের স্বার্থ অক্ষুন্ন রাখার লক্ষ্যে প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। এরপরেই ধর্মঘট স্থগিত করে দোকানপাট খুলে দেয়া হয়।

আরও পড়ুন: মেহেরপুরে বড় বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট

প্রসঙ্গত, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাণিজ্য মেলা কেন্দ্র করে আয়োজকদের সঙ্গে ব্যবসায়ীদের দ্বন্দ্ব শুরু হয় শনিবার (১২ এপ্রিল) দুপুর থেকে। আয়োজকদের হাতে ব্যবসায়ী লাঞ্ছিতের প্রতিবাদে রাস্তায় নামে ব্যবসায়ীরা এবং দোকানপাট বন্ধ করে গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

]]>
সম্পূর্ণ পড়ুন