মেহেরপুরে বড় বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট

৬ দিন আগে
মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বানিজ্য মেলা বন্ধ ও ব্যবসায়ীদের লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বড় বাজারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বড় বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও বড় বাজার ব্যবসায়ী সমিতি এ কর্মসূচি পালন করছে।

শনিবার (১২ এপ্রিল) বিকেল থেকে এ ধর্মঘট অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এ ধর্মঘটের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে।


সড়কে টায়ার জ্বালিয়ে বড় বাজার চার রাস্তার মোড়ে ব্যবসায়ীরা একত্রিত হয়। এ সময় মেলা বন্ধ ও ব্যবসায়ীদের লাঞ্ছনার প্রতিবাদে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় ব্যবসায়ীরা।


মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু বলেন, ‘মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বাণিজ্য মেলা হবে, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি। কিন্তু বড় বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে মেলা কমিটির কোনো আলোচনা  হয়নি। তাই বড় বাজার ব্যবসায়ী সমিতির একটি প্রতিনিধি শনিবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে কিছু দুর্বৃত্ত তাদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। যার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে রাস্তায় নেমেছে।’ 

আরও পড়ুন: গফরগাঁওয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের প্রতিবাদে অর্ধদিবস হরতাল

ব্যবসায়ীদের দাবি বাণিজ্য মেলা বন্ধ করতে হবে। যারা ব্যবসায়ীদের লাঞ্ছিত করেছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে ব্যবসায়ীদের এ ধর্মঘট প্রত্যাহার করা হবে না।

]]>
সম্পূর্ণ পড়ুন