রোববার (২৩ নভেম্বর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়। একই অভিযানে আরও দুটি দোকান থেকে ২০ হাজার টাকা জরিমান আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রং উৎপাদন করে আসছিল। র্যাবের সহযোগিতাম কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, কিন্তু অধিকাংশ ওষুধ নেই!
একই অভিযানে লাইসেন্সবিহীন দোকানে তেল ও গ্যাস বিক্রয়ের অপরাধে শাহীন ট্রেডার্স থেকে ১৫ হাজার এবং অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করার নিউ বেঙ্গল ফুডস থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন র্যাব ১২ মেহেরপুর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ।

৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·