চেজ স্টেডিয়ামে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ইন্টার মায়ামি। মেসির জোড়া গোল ছাড়াও বাকি গোলটি এসেছে তেলাস্কো সেগোভিয়ার পা থেকে।
মায়ামির এই দুর্দান্ত জয়ের ম্যাচে অবশ্য প্রথমে পিছিয়ে পড়ে তারা। প্রথম হাফে যোগ করা সময়ের প্রথম মিনিটে পাসালিচের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো সিটি। তবে দ্বিতীয় হাফে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় মায়ামি।
আরও পড়ুন: তৃতীয় বিভাগের দলের সঙ্গে বায়ার্নের কষ্টার্জিত জয়
যদিও সমতায় ফিরতে কিছুটা সময় লাগে মায়ামির। ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান মেসি। পরের গোলটিও তার। ৮৮তম মিনিটে সতীর্থ জর্দি আলবার সঙ্গে বল দেয়া-নেয়ার পর বক্সে ঢুকে কোণাকুণি শট নেন মেসি। যা অরল্যান্ডো গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি। আর ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে মায়ামির ফাইনালের টিকিট নিশ্চিত করেন সেগোভিয়া।
এদিকে এই জয়ের ফলে লিগস কাপের ফাইনালের পাশাপাশি ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও জায়গা করে নিল মায়ামি। ৩১ আগস্ট লিগস কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।