মেসিদের লিগ মেজর লিগ সকারের একটি ম্যাচে ঘটেছে এমনই এক অনাকাঙ্খিত ঘটনা। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ও অস্টিন এফসির ম্যাচে ঘটেছে অনাকাঙ্খিত এই ঘটনা। মাঠে ইঁদুর ঢুকে পড়ায় বন্ধ রাখতে হয়েছিলো খেলা।
আরও পড়ুন: আর্সেনালের বিপক্ষে রিয়ালের বড় জয় চান লেভারকুসেনের সিইও, কিন্তু কেন?
ভ্যাঙ্কুভারের মাঠ বিসি প্লেসে শনিবার (১২ এপ্রিল) ৭ মিনিটের খেলা চলছিল। সফরকারী দল অস্টিন তখন কর্নার কিক পায়। কিন্তু কর্নার কিক নেয়ার আগে রেফারি মাঝমাঠের কাছাকাছি সবার দৃষ্টি আকর্ষণ করেন। সেখানে অনাকাঙ্খতভাবে ঢুকে পড়েছিলো একটি ইঁদুর। রেফারির ডাকে সারা দিয়ে দ্রুত সেখানে ছুটে যান অস্টিন গোলরক্ষক ব্র্যাড স্টুভার।
দৌড়ে গিয়ে ছোট্ট সেই ইঁদুরকে ধরে তিনি মাঠের বাইরে ছেড়ে দিয়ে আসেন। দর্শকদের কাছ থেকেও সে সময় সাধুবাদ পাচ্ছিলেন এই গোলরক্ষক। তবে এ ঘটনায় এক মিনিটের বেশি বন্ধ ছিলো খেলা।
আরও পড়ুন: ইন্টার মায়ামিতে চুক্তি বাড়াচ্ছেন মেসি
তবে ইঁদুর ধরতে যতটা দক্ষতা দেখিয়েছেন এই গোলরক্ষক, ততটা দক্ষতা তিনি মাঠের খেলায় দেখাতে পারেননি। ভ্যাঙ্কুভারের কাছে সব মিলিয়ে গোল হজম করেছেন ৫টি। ব্রায়ান হোয়াইট একাই করেছেন ৪ গোল। অস্টিন এ ম্যাচ হেরেছে ৫-১ ব্যবধানে।
]]>