বুধবার (২৭ নভেম্বর) ইন্টার মায়ামি সুয়ারেজের চুক্তি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘কিংবদন্তি স্ট্রাইকার এবং ২০২৪ সালে আমাদের যৌথ সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ নতুন চুক্তি করেছেন। ২০২৫ সালের মেজর লিগ সকারেও তিনি খেলবেন।’
গত বছরের ডিসেম্বরে সুয়ারেজকে কেনার কথা জানায় ইন্টার মায়ামি। ফেব্রুয়ারিতে অভিষেক হয়। এরপর মায়ামির হয়ে তিনি সাপোর্টাস শিল্ড জিতেছেন। রেকর্ড ৭৪ পয়েন্টে তার দল জায়গা করে নিয়েছে পরের মৌসুমের একক লিগে। মায়ামি টিকিট পেয়েছে ক্লাব বিশ্বকাপেরও। এই যাত্রায় সুয়ারেজ সব মিলিয়ে করেছেন ২৫ গোল, যা মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।
আরও পড়ুন: নিজেকে ক্ষতবিক্ষত করে ধংস কামনা গার্দিওলার!
২০১৪ সালে যোগ দিয়ে ৬ মৌসুম খেলার পর ২০২০ সালে বার্সেলোনা ছাড়েন সুয়ারেজ। স্প্যানিশ ক্লাবটির হয়ে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেন তিনি। এ সময়টায় লিওনেল মেসির সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। তার গোলের বেশিরভাগ অ্যাসিস্টই ছিল মেসির। বার্সেলোনা অধ্যায় শেষ করে সুয়ারেজ নাম লেখান অ্যাতলেটিকো মাদ্রিদে, এরপর ন্যাসিওনাল ও গ্রেমিও হয়ে ইন্টার মায়ামিতে পাড়ি দেন।
কদিন আগে ইন্টার মায়ামির কোচের দায়িত্ব নিয়েছেন মেসি ও সুয়ারেজের বন্ধু হাভিয়ের মাশচেরানো। এই ত্রয়ী চার বছর একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন। মাশচেরানো ২০১০ সালে যোগ দিয়ে ২০১৮ সালে বার্সা ছাড়েন।