মেয়ে দেখে কেউ হাসলো বা কাঁদলো তাতে প্রাণ চলে যাবে, প্রশ্ন ওমর সানীর

৩ সপ্তাহ আগে
কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। এই হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই এ হত্যাকাণ্ড হয়। নিহত পারভেজকে নিজ দলের কর্মী দাবি করেছে ছাত্রদল। বিচার চেয়ে শনিবার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিলও করেছে দলটি। এদিকে, জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করা হয়েছে।


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার শিকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ। এ ঘটনায় বনানী থানায় মামলা করেছেন পরিবারের সদস্যরা। এ সময় সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

 

আরও পড়ুন: বিয়ের পর ‘বিশেষ দিন’ মেহজাবীনের


নিজ ক্যাম্পাসে জাহিদুলের হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।


অনেকেই বলছেন, ঘটনার আগে বহিরাগত দুই মেয়েকে দেখে হাসাহাসি করেছিলেন পারভেজ ও তার কিছু বন্ধু। সেই দুই মেয়ের অভিযোগের প্রেক্ষিতেই তাদের ওপর চালানো হয় হামলা।


বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী। তিনি এই ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তি দাবি করেছেন রাষ্ট্রের কাছে।

 

আরও পড়ুন: লাগাতার হত্যার হুমকি, থানায় যাবেন প্রযোজক ইকবাল


এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা লিখেছেন, ‘মেয়ে দেখে কেউ হাসলো আর কেউ কাঁদলো এতে করে একটা প্রাণ চলে যাবে? রাষ্ট্র মেয়ে দু’টার অ্যারেস্টের ছবি দেখান, যারা মার্ডার করেছেন তাদের ছবি দেখান। প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন। মানুষ দেখে আবার হাসাহাসি করুক অসুবিধা নাই। রাষ্ট্রের উপর কনফিডেন্স আছে, অপেক্ষায় থাকলাম।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন