মেঘনায় ধরা পড়ল ২১ কেজির বাঘাইড়, দাম কত?

৩ সপ্তাহ আগে
ভোলার মেঘনা নদীতে প্রায় ২১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে ভোলার ইলিশা চডার মাথা মাছঘাটে মাছটি আনা হলে ২১ হাজার ৫০০টাকা দামে কিনে নেন মো.ইমন নামে এক ব্যবসায়ী। সদর উপজেলার ইলিশা মেঘনা নদীতে মাছটি জেলেদের জালে ধরা পড়ে।

জানা গেছে, মা ইলিশ রক্ষায় ২২দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে রোববার স্থানীয় জেলে জাহাঙ্গীর মাঝি তার দুই ছেলেকে সাথে নিয়ে মেঘনায় মাছ ধরতে যান। 

 

নদীতে জাল ফেলার পর তাদের জালে ২০ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছটি ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় ইলিশা চডার মাথা মাছঘাটে বিক্রির জন্য আনলে সেখানকার আড়তদার মো.ইমন সর্বোচ্চ দাম ২১ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

 

আরও পড়ুন: জলাবদ্ধ ভবনে মাছ ধরতে ডুব দিয়ে আর ওঠা হলো না নয়নের


মাছটির ক্রেতা আড়তদার  মো.ইমন বলেন, এতো বড় বাঘাইড় মাছ আমাদের ঘাটে দেখিনি। মাছটি জেলেরা আড়তে আনার পর সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকায় আমি কিনেছি। মাওয়া ঘাটে পাঠাবো, ২৯ থেকে ৩০ হাজার বিক্রির আশা ক্রেতার।


এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এটি অভিযানের সফলতা। ২২দিন অভিযান ছিল, নদীতে জাল পড়েনি যার ফলে জেলেরা এতো বড় বাঘাইড় পেয়েছেন। আগামীতেও জেলেরা বড় বড় মাছ পাবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন