সোমবার (১০ নভেম্বর) ভোরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুরে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-৪ ও মিতালী-৪ থেকে মোট ১ হাজার ২০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে উদ্ধার মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসিম এবং উপজেলা মৎস্য দফতরের ক্ষেত্র সহকারী মেশারফ হোসেন।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, ‘জাতীয় সম্পদ ইলিশকে টিকিয়ে রাখতে জাটকা সংরক্ষণ অপরিহার্য। আমরা নিয়মিতভাবে দিন ও রাতে অভিযান চালাচ্ছি, যাতে নিষিদ্ধ সময়ে জাটকা ধরা, পরিবহন বা বিক্রি করা না যায়। এই অভিযানের মূল উদ্দেশ্য শাস্তি নয়, সম্পদ রক্ষা।’
আরও পড়ুন: সাগর-নদীতে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু
তিনি আরও বলেন, ‘১ নভেম্বর থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে জাটকা সংরক্ষণ অভিযান। এ সময়ে কেউ অবৈধভাবে জাটকা আহরণ বা পরিবহন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সবাইকে প্রশাসনের পাশে থাকতে হবে।’
উল্লেখ্য, মেঘনা নদী ও এর আশপাশের এলাকায় নিয়মিত জাটকা সংরক্ষণ অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ড। এসব অভিযানের ফলে জাটকা আহরণে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে এবং ইলিশ উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
]]>
২ সপ্তাহ আগে
৭






Bengali (BD) ·
English (US) ·