থ্যাঙ্কসগিভিং কী?
বিশ্বের বড় বড় কয়েকটি দেশে থ্যাঙ্কসগিভিং পালন করা হয়। এটি হল একটি জাতীয় ছুটির দিন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডায়। এই দুই দেশে থ্যাঙ্কসগিভিং উদযাপনের তারিখ ভিন্ন। কানাডায় এটি সাধারণত অক্টোবরের দ্বিতীয় সোমবার পালন করা হয়, আর যুক্তরাষ্ট্রে এটি নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার জাতীয় ছুটির দিন হিসেবে নির্ধারিত।
প্রথমদিকে, থ্যাঙ্কসগিভিং উদযাপনের উদ্দেশ্য ছিল ফসলের আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত ছিল। তবে বর্তমানে এটি মূলত একটি ধর্মনিরপেক্ষ ছুটির দিন হিসেবে পালিত হয়।
আরও পড়ুন: ফরজ গোসলের আগে কি সেহরি খাওয়া জায়েজ?
মুসলমানদের জন্য থ্যাঙ্কসগিভিং উদযাপন করা কি জায়েজ? অমুসলিমদের ধর্মীয় উৎসব বা অনুরূপ যে কোনো অনুষ্ঠান পালন করা ইসলামে নিষিদ্ধ। আমরা মুসলমানরা ইসলামি শিক্ষার বাইরে গিয়ে নতুন কোনো রীতিনীতি অনুসরণ করতে পারি না।
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, ইবনে উমর (রা.) বর্ণনা করেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে, সে তাদের অন্তর্ভুক্ত। (আবু দাউদ: ৪০৩১)
তবে, ইসলামে সব বিদেশি প্রথা বা সংস্কৃতিই যে নিষিদ্ধ, তা নয়। মিরকাতুল মাফাতিহ-এ মোল্লা আলী আল-কারী (রহ.) ব্যাখ্যা করেছেন যে, কোনো জাতির নির্দিষ্ট বৈশিষ্ট্য বা স্বতন্ত্র ধর্মীয় চিহ্নের অনুকরণ করাই হারাম।
যদি কোনো রীতি বা উৎসব একটি নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর সাথে সম্পৃক্ত না থেকে সর্বজনীন হয়ে যায়, তাহলে এটি আর ইসলামে নিষিদ্ধ থাকে না। থ্যাঙ্কসগিভিং কি এখন ধর্মীয় উৎসব নাকি সাধারণ ছুটির দিন? এটা আমাদের বুঝতে হবে।
বর্তমানে বেশিরভাগ আমেরিকান থ্যাঙ্কসগিভিংকে ধর্মীয় উৎসব হিসেবে নয়, বরং একটি জাতীয় ছুটির দিন হিসেবে উদযাপন করে। এটি বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষকে একত্রিত করার উপলক্ষ হিসেবে দেখা হয়।
থ্যাঙ্কসগিভিং দিনে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ থাকে। মানুষ পরিবার-পরিজনের সঙ্গে একত্রিত হয়ে খাবার ভাগ করে নেয় এবং আনন্দমুখর সময় কাটায়। সুতরাং, যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানরাও চাইলে এই দিনটি একইভাবে উপভোগ করতে পারে, তবে অবশ্যই ইসলামি আদর্শ বজায় রেখে।
যদি থ্যাঙ্কসগিভিং শুধুমাত্র একটি পারিবারিক ও সামাজিক ছুটি হিসেবে উপভোগ করা হয় এবং এতে কোনো হারাম উপাদান না থাকে, তবে এটি ইসলামে অনুমোদিত (মুবাহ্) হতে পারে। কিন্তু, যদি এতে কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠান, হারাম খাদ্য গ্রহণ, পারিবারিক কলহ বা ইসলামবিরোধী কার্যকলাপ অন্তর্ভুক্ত হয়, তবে এটি হারাম হয়ে যাবে।
আরও পড়ুন: টাকার বিনিময়ে ইতিকাফ করা কি জায়েজ?
সুতরাং, মুসলমানরা যদি এই দিনটি উদযাপন করার সময় কোনো ধর্মীয় বা অন্য সম্প্রদায়ের বিশেষ অনুকরণ করার উদ্দেশ্য না রাখে, তবে এটি অনুমোদনযোগ্য হতে পারে। তবে আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা অসচেতনভাবে কোনো নিষিদ্ধ কাজে লিপ্ত না হই। সূত্র: ইসলামিক ইনফরমেশন।
]]>