মুমিনুল কেন সন্তুষ্ট নন বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে?

১ সপ্তাহে আগে
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে ২-০'তে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভালো প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। বোলিং ইউনিট প্রশংসা পেলেও, ব্যাটারদের নিয়ে দুশ্চিন্তা কাটছে না জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকের। যদিও সবাই ছন্দে ফিরতে পরিশ্রম করে যাচ্ছেন বলেও জানান তিনি। ব্যক্তিগত ভাবেও ভালো কিছুর প্রত্যাশা তার। প্রতিপক্ষকে দেখছেন সমীহের চোখে। গেলো টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল নিয়েও সন্তুষ্ট নন বাঁহাতি ব্যাটার।

ক'দিন বাদেই জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজ। কিন্তু জাতীয় দলের সব ক্রিকেটারই এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগে। সিরিজ শুরুর আগে সপ্তাহখানেকের ক্যাম্প হওয়ার কথা রয়েছে।


সাদা থেকে লাল বলের ম্যাচ। প্রস্তুতি আর প্রতিপক্ষ নিয়ে কি ভাবছে বাংলাদেশ? অভিজ্ঞ মুমিনুল বলছেন, অভিযোগ করার সুযোগ নেই আন্তর্জাতিক ক্রিকেটে। জয় ছাড়া ভিন্ন কিছু চিন্তায় নেই টাইগারদের।


মুমিনুল হক বলেন, 'আমাদের লক্ষ্য অবশ্যই ম্যাচ জেতা। আপনি যে দেশের বিপক্ষেই খেলেন না কেনো, আপনার সব সময় ম্যাচ জেতার মানুষিকটা থাকতে হবে। টেস্ট সিরিজ যেহেতু চার মাস পর শুরু হচ্ছে, ফলে টেস্ট শুরুর আগে ৬-৭ দিনের একটা ক্যাম্প করব। আশা করি আমরা ভালো কিছু করতে পারব।'


আড়ও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে নেই তাসকিন-এবাদত, যে ব্যখ্যা দিলো বিসিবি 


বর্তমান সময়ে বোলারদের নৈপুন্যে সব ফরম্যাটেই লড়াই করছে বাংলাদেশ। ব্যাটাররা এখনও ফিরতে পারছে না চেনা ছন্দে। যদিও ডিপিএলে রান পেয়েছেন অনেকেই। আন্তর্জাতিক অঙ্গনেও সেই ধারা ধরে রাখবে বলে প্রত্যাশা। নিজেও টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত হতে চান ঘরের মাটি থেকে।


বাংলাদেশের টেস্ট দলের সাবেক অধিনায়ক বলেন, 'যেহেতু আমাদের পেস বোলিংটা ইম্প্রুভ হয়েছে, তো আমরা জানি কত রান করলে ম্যাচ জেতা সহজ হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি দলকে জেতাতে কতটা সহায়তা করা যায়।'


গেলো মৌসুমের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন মুমিনুল। বাংলাদেশ ৭ নম্বরে থেকে শেষ করেছে সাইকেল। এবার প্রত্যাশা র‍্যাঙ্কিংয়ে উন্নতির।


মুমিনুল হক বলেন, 'আমার কাছে মনে হয় না আমরা খুব ভালো টেস্ট খেলেছি। হয়তো আপনাদের কাছে মনে হতে পারে। আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম যদি আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিততে পারতাম। আমরা ১০টা ম্যাচ খেলে চারটা জিতেছি, আরও দুইটা জিততে পারলে হয়তো আমাদের র‍্যাঙ্কিংটা আরও উপরে থাকতো।'


২০ এপ্রিল প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

]]>
সম্পূর্ণ পড়ুন