মুন্সীগঞ্জে ৬২৬ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

৩ সপ্তাহ আগে
মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে ৬২৬ কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত টানা ৯ ঘণ্টা মুক্তারপুর ডিঙ্গাভাঙ্গা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালে ছয়টি জাল তৈরির কারখানা ও তাদের গুদামঘরে তল্লাশি চালিয়ে প্রায় ১৭ কোটি ৯০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ৬২৬ কোটি ৫৯ লাখ টাকা বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে ব্যাপকভাবে কারেন্ট জালের ব্যবহার বেড়ে যায়। এ অবস্থায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল জব্দ করা হয় বলে জানায় কোস্ট গার্ড।

 

বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি বলেন, ‘পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে নদী তীরে এনে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।’

 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে কাউন্সিলর সাজ্জাদ ১০ দিনের রিমান্ডে

 

তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ এই জাল দিয়ে বিপুল পরিমাণ মা ইলিশ নিধন হয়। জালের উৎস খুঁজতে গিয়ে ধলেশ্বরী নদীতীরের কাছাকাছি এসব কারখানা আবিষ্কার করা হয়।’

 

কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন ধরে এই এলাকায় কোটি কোটি টাকার কারেন্ট জাল তৈরি করে তা দেশব্যাপী ছড়িয়ে দেয়া হচ্ছিল। এটি প্রায় ওপেন সিক্রেট হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

 

সংস্থাটি আরও জানায়, জাল তৈরির কাঁচামাল বিদেশ থেকে মিথ্যা তথ্য দিয়ে আমদানি করা হয়, যার মাধ্যমে কোটি কোটি ডলার বিদেশে পাচার হচ্ছে। এতে একদিকে দেশের মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে, অন্যদিকে ডলার অপচয় ঘটছে।

]]>
সম্পূর্ণ পড়ুন