মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা

১ সপ্তাহে আগে
মুন্সীগঞ্জের মাওয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মার মাধ্যমে ওই মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।


আরও পড়ুন: চট্টগ্রামে টেলিভিশন চিত্রসাংবাদিকদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা


উক্ত ক্যাম্পেইনে তিন শতাধিক স্থানীয় অসহায় গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেয়া হয়।


মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্ব দিয়েছেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার জেসমিন আক্তার, এএমসি এবং সার্জন লেফটেন্যান্ট জান্নাতুল ফেরদৌস, এএমসি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন