দিনটিকে ঘিরে মেহেরপুরের ঐতিহাসিক আম্রকাননে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। সকালেই মুজিবনগর স্মৃতিসৌধে সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারক ই আজম।
এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হবে এবং পরিবেশন করা হবে জাতীয় সংগীত। স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। পরে সর্বসাধারণের জন্যও শ্রদ্ধা জানানোর সুযোগ উন্মুক্ত থাকবে।
দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধে চলছে ব্যাপক প্রস্তুতি। গাছ ও স্থাপনাগুলো সাদা রঙে সাজানো হয়েছে, চলছে আলোকসজ্জার কাজ। স্মৃতিসৌধ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যস্ত রয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
আরও পড়ুন: মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
গণপূর্ত বিভাগের উপ-প্রকৌশলী জামাল উদ্দিন জানান, ‘১৭ এপ্রিল কেন্দ্র করে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সটি পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আলোকসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল বলেন, ‘মাননীয় উপদেষ্টার সফর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।’
জেলার পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জানান, ১৭ এপ্রিল উপলক্ষে আম্রকানন এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে সিসিটিভি, থাকবে সাদা পোশাকের পুলিশ, মেটাল ডিটেক্টর, আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি চলবে সাইবার পেট্রোলিংও।
]]>