মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের পাশে সেনাবাহিনী

৩ সপ্তাহ আগে
স্বাধীনতা দিবসে সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার তত্ত্বাবধানে ইফতারের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত ইফতারে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের হাতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করেন।

 

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত এবং আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা কাম‍্য নয়, তারা মানুষের ভরসা: জিএম কাদের


শাহাদাৎ বরণকারী মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের পরিপূর্ণ সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।


আরও পড়ুন: সেনাবাহিনীর খাদ্য সহায়তা পেলেন বান্দরবানের অসহায় ব্যক্তিরা

 

অনুষ্ঠানে সিলেট অঞ্চলের মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা, সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন