রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে ইউনিট দায়িত্বশীল সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, “মোদি আমাদের স্বাধীনতা দিবসে তার বিবৃতিতে বাংলাদেশের নামটি একবারও বলেননি। তিনি টুইটে বুঝাতে চেয়েছেন, ‘এ যুদ্ধ হচ্ছে ভারত-পাকিস্তানের, এতে ভারত জিতেছে।’ ৫৩ বছর ভারত প্রমাণ দিয়েছে তারা আমাদের পাশে কিভাবে ছিলো। মুক্তিযুদ্ধে তাদের স্বার্থে সাহায্য করেছে আমাদের ৷ স্বাধীনতা পাওয়ার পর ভারতীয় সেনারা এদেশ থেকে অনেক কিছু লুট করে নিয়েছে।”
আরও পড়ুন: মঈনুদ্দিন ও ফখরুদ্দিন সরকার জামায়াতের ক্ষতি করেছে: শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য হাজারো আলেমকে নির্যাতন ও হত্যা করেছে। তাদের হাতে ধর্মীয় মূলবোধ নিরাপদ ছিল না, গণতন্ত্র নিরাপদ ছিল না।’
এ সময় কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি ড. মো. ছামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
]]>