মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন লামার অপহৃত শ্রমিকরা

১ সপ্তাহে আগে
অপহরণের দুই দিন পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন লামার সরই ইউনিয়নের লেমু পালং এলাকার খামার বাড়ি থেকে অপহৃত ৯ শ্রমিক।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা। বর্তমানে তারা স্থানীয় সেনা ক্যাম্পে রয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় লেমু পালং এলাকার একটি উপজাতীয় পাড়ার কাছে অপহৃত ৯ তামাক শ্রমিককে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। এর বিনিময়ে অপহৃতদের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে বলে জানা গেছে। অপহৃত তামাক চাষি আমিন ও ভুট্টোর পরিবারের সদস্যরা যোগাযোগ করে মুক্তিপণের টাকা পরিশোধ করার পর সন্ত্রাসীরা তাদের ছেড়ে দেয়। 


অপহৃত বাকি ৭ শ্রমিকের নাম এখনও জানা যায়নি। তবে তারা সবাই তামাক চাষি আমিন ও ভুট্টোর ক্ষেতে শ্রমিক হিসেবে কাজ করত। সোমবার কাজ শেষ করে খামার বাড়িতে রাত্রিযাপনের সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে তাদের অপহরণ করে নিয়ে যায়।

আরও পড়ুন: অপহরণের ৪৮ ঘণ্টা পরও খোঁজ মেলেনি লামায় অপহৃত তামাক শ্রমিকদের

এবিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, ‘অপহৃত শ্রমিকদের ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। বর্তমানে তারা সেনা ক্যাম্পে রয়েছে আমাদের সঙ্গে এখনও তাদের কথা হয়নি। মুক্তিপনের বিষয়ে শুনেছি তবে বিস্তারিত জানি না। তাদের সাথে কথা হলে সেবিষয়ে জানতে পারব।’


উল্লেখ্য এর আগে গত ১৬ ফেব্রুয়ারি লামার গয়াল মারা এলাকা থেকে ২৬ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন