মিশর ও কাতারের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস!

৩ সপ্তাহ আগে
মিশর ও কাতারের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হয়েছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান খালিল আল হায়া। যদিও, গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় থেমে নেই প্রাণহানি।

ইসরাইলি বাহিনীর সবশেষ হামলায় গাজার উত্তরের বেইত লাহিয়া ও দক্ষিণের খান ইউনিসে হতাহত হন নারী ও শিশুসহ বেশ কয়েকজন। এছাড়া, রাফায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ও সিভিল ডিফেন্স দলের সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে হামাস। 

 

পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার জিনবা শহরে অভিযান চালিয়ে ইসরাইলি সেনারা সম্পত্তি ধ্বংস করেছে এবং তাম্মুন শহরে অভিযান চালিয়ে একটি বাড়ি ঘিরে ফেলা হয়েছে বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। একই সময়ে, ইসরাইলি সেনাদের দিকে খান ইউনিসে মর্টার হামলা চালানো হয় বলে দাবি করেছে নেতানিয়াহুর সেনারা। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

এদিকে গাজায় আটক ইসরাইলি বন্দিদের স্বজনরা যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করছে। তেল আবিবে অনুষ্ঠিত সাপ্তাহিক সমাবেশে তারা চলমান সংকটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করে বলেন, গোটা ইসরাইল এবং বন্দিদের স্বজনেরা শুধুমাত্র ট্রাম্পের ভরসাতেই দিন পার করছেন। 

 

আরও পড়ুন: গাজায় মজুত আছে আর মাত্র ১৪ দিনের খাদ্য!

 

অনেকেই ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে বন্দিদের অবস্থা উপেক্ষা করছেন। এ অবস্থায় শুধুমাত্র যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাধ্যমেই বর্তমান পরিস্থিতির সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তারা।

 

বলেন, ‘হামাসের সুড়ঙ্গগুলোতে আমাদের বন্দিরা খুব বেশিদিন বাঁচতে পারবে না। যেকোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন তারা। রাজনৈতিক কারণে শুরু হওয়া এই যুদ্ধ শুধুমাত্র চুক্তি স্বাক্ষরের মাধ্যমেই শেষ হতে পারে। কিন্তু নেতানিয়াহু বন্দিদের প্রাণের পরিবর্তে নিজের উগ্রপন্থি অংশীদারদের কথা বেশি ভাবছেন।’

 

এর মধ্যেই মিশর ও কাতারের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হয়েছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান খালিল আল হায়া। একইদিন, নতুন একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। যেখানে ইসরাইলি বন্দি এলকানা বোহবটকে নিজ দেশের সরকারের প্রতি মুক্তির আবেদন জানাতে দেখা যায়। 

 

আরও পড়ুন: ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ

 

তিনি বলেন, বন্দিরা খুবই খারাপ অবস্থায় রয়েছে এবং ২৪ ঘণ্টা তাদের ওপর বোমাবর্ষণ চলছে। শনিবার (২৯ মার্চ) প্রকাশিত ওই ভিডিও’র শেষ অংশে লেখা রয়েছে, ‘শুধুমাত্র যুদ্ধবিরতিই তাদের জীবিত ফেরাবে’।

]]>
সম্পূর্ণ পড়ুন