মহব্বত আলী উপজেলার কাকড়াবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি সোনাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. ফারুক আলম ও কৃষক জাকির হাওলাদারের বাবা।
পরিবারের সদস্যরা জানান, বুধবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে মহব্বত আলীর ছোট ছেলে জাকির হোসেনের বসতঘরে বসে ধারালো দা’ দিয়ে নিজের গলায় নিজে কোপ দেয়। স্থানীয়রা জখম ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠান। বরিশালের উদ্দেশ্যে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চুকনগরে তেলবাহী লরির ধাক্কায় দুই নারী নিহত
স্থানীয় আশ্রাব হাওলাদার বলেন, ‘মহব্বত আলী আগে ভালো ছিলেন এবং সিংবাড়ি বাজার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। দুই তিনমাস ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত দুই দিন আগে সন্ধ্যার পর তাকে পাওয়া না গেলে অনেক খোঁজাখুঁজির পর রাতে ফসলি জমির মাঠে পাওয়া যায়। অনেক সময় তিনি উলঙ্গ হয়ে ঘোরাফেরা করতেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
নিহতের বড় ছেলে ফারুক মাস্টার বলেন, ‘আমার বাবা ৫ থেকে ৬ মাস ধরে মানসিক সমস্যায় ভুগতেছেন। তাকে ঢাকায় এবং বরিশালে বিভিন্ন মানসিক ডাক্তারকে দেখানো হয়েছে। অনেক সময় ভালো থাকে এবং অনেক সময় অসুস্থ হয়ে পড়েন। দুই দিন আগ থেকে খুবই অসুস্থ ছিলেন।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।