মিরাজের সঙ্গে ১৩৬ রানের জুটির পর বিদায় নিলেন সৌম্য

৪ সপ্তাহ আগে
প্রথম ম্যাচে ১৯, দ্বিতীয় ম্যাচে ২- বড় ইনিংস খেলতেই পারছিলেন না সৌম্য সরকার। আগের তিন ওয়ানডেতেও চল্লিশ স্পর্শ করার আগে বিদায় নেন তিনি (আফগান সিরিজের তিন ম্যাচে স্কোর যথাক্রমে ৩৩, ৩৫ ও ২৪)। ক্যারিবীয়দের বিপক্ষে আজ হাত খুলে খেললেন। তবে সেঞ্চুরির আগেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।

গুদাকেশ মতির আগের বলেই স্ট্রেটে ছক্কা হাঁকিয়েছিলেন সৌম্য। পরের বলটি বুঝতে না পেরে ব্যাটের সঙ্গে সংযোগ ঘটাতে পারেননি। আম্পায়ার একটুক্ষণ স্থির থেকে আঙুল তুলেন। সৌম্য রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ৭৩ বলে ৭৩ করে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়ের মার।


আরও পড়ুন: চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা


তৃতীয় ওভারে তিন বলের ব্যবধানে তানজিদ তামিম ও লিটন দাসের উইকেট হারানোর পর মিরাজকে নিয়ে ১৩৬ রানের জুটি গড়েন সৌম্য। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই রাদারফোর্ডের হাতে সহজ ক্যাচ তুলে দেন আগের দুই ম্যাচে চল্লিশ পেরোনো তামিম (প্রথম ম্যাচে ৬০ ও দ্বিতীয় ম্যাচে ৪৬)। ৫ বলে ডাক মেরেছেন তিনি। তামিম আউট হওয়ার এক বল পরই লিটন কুমার সাজঘরে ফেরেন।


সত্তর (৭৫) পেরেনো মিরাজের সঙ্গী আফিফ হোসেন ধ্রুব। আফিফ ১৩ রান নিয়ে ব্যাট করছেন। ৩ উইকেটে বাংলাদেশের রান ১৬৮।

]]>
সম্পূর্ণ পড়ুন