বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
জানা গেছে, মিরপুর সেনা ক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট ও পল্লবী থানা পুলিশের সমন্বয়ে মিরপুর কালশী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় মাদক ব্যবসায়ী শাহিনুর, রাশিদাসহ ৫ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ছয় কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার শীর্ষ মাদক ব্যবসায়ী
এ সময় ঘটনাস্থল থেকে মাদক, মাদক বিক্রির টাকা, একাধিক মোবাইল ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ীদের পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্নের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী।