মিরপুরে অগ্নিকাণ্ড: এখনো শেষ হয়নি নিহতদের ময়নাতদন্ত, স্বজনদের ক্ষোভ

১ সপ্তাহে আগে
মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৩০ ঘণ্টা পেরোলেও এখনো শেষ হয়নি নিহতদের ময়নাতদন্ত। এতে ক্ষোভ জানিয়েছেন স্বজনরা।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সিআইডির ফরেনসিক ডিএনএ পরীক্ষক মাসুদ রাব্বী বলেন, ‘১৬টি মরদেহের ছয়টির সুরতহাল সম্পন্ন হয়েছে। এগুলোর ডিএনএ প্রোফাইল হবে।’

 

এখনপর্যন্ত একটি মরদেহ হস্তান্তর করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল সকাল ৯টায় মালিবাগে সিআইডির ফরেনসিক কার্যালয়ে ছয় মরদেহের ডিএনএ শনাক্ত করতে স্বজনদের কাছ থেকে নমুনা নেয়া হবে। তারপর মরদেহ হস্তান্তর করা হবে।

 

এদিকে, এখনও নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু না হওয়ায় ঢাকা মেডিকেল মর্গের সামনে জড়ো হওয়া স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। দ্রুততম সময়ে ময়নাতদন্ত শেষ করে মরদেহ হস্তান্তরের দাবি জানান তারা।

 

আরও পড়ুন: রাসায়নিক গুদামটি অবৈধ, তিনবার নোটিশও দেয়া হয়েছিল: ফায়ার সার্ভিস

 

উল্লেখ্য: মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

ওইদিন রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর কয়েক ঘণ্টা পর ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেয় বিএনপিও।

]]>
সম্পূর্ণ পড়ুন