বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘সাম্প্রতিক সময়ে মহেশখালী উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে অসাধু একটি চক্র বাংলাদেশি নানান পণ্য সাগরপথে মিয়ানমার পাচারের বিনিময়ে মাদকের চালান আসার কাজে সক্রিয় রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে রাতে মহেশখালী সদরের বড়দিয়া এলাকা সংলগ্ন মাঠে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৪/৫ জন লোক কৌশলে পালিয়ে যান। এ সময় ধাওয়া দিলেও তাদের আটক করতে সক্ষম হয়নি।’
আরও পড়ুন: কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ
তিনি জানান, পরে মাঠের একটি ঘরে এবং আশপাশে তল্লাশি চালিয়ে লবণ মজুদের আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৫০০ বস্তা সিমেন্ট, ২৩ হাজার ৮৮ টি এনার্জি ডিংকের বোতল, ২৮৪ গ্যালন আলকাতারা, ৫০০ বোতল ভিটামিন সিরাপ ও ১৩৫ কেজি নাইলনের সুতা। জব্দ করা এসব নিত্যপণের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৬৫ হাজার টাকা।
কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা আরও বলেন, জব্দ করা এসব নিত্যপণ্যসহ অন্য মালামাল সাগরপথে মিয়ানমার পাচারের জন্য মজুদ করা হয়েছিল। একটি সংঘবদ্ধ চক্র এসব পণ্যপাচারের বিনিময়ে মিয়ানমার থেকে মাদকের চালান আনার কাজে জড়িত বলে জানান তিনি।
]]>

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·