মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

৩ সপ্তাহ আগে
গাইবান্ধায় ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় আলেয়া (৩) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু আলেয়া উপজেলার পাবনাপুর ইউনিয়নের পূর্ব-গোপিনাথপুর গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে।


নিহত শিশুর দাদা শাহজাহান মিয়া জানান, দুপুরে স্বামী মাহামুদ মিয়ার কর্মস্থল সিরাজগঞ্জে যাওয়ার জন্য আলেয়াকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে পলাশবাড়ী আলহামরা বাস কাউন্টারে যাচ্ছিলেন তার মা। পথে ঢোলভাঙ্গা বাজারের কাছে বেপরোয়াগতির আরেকটি ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় আলেয়া। 


আরও পড়ুন: ফেনীতে কাভার্ডভ্যান চাপায় স্বামী নিহত, ২ সন্তানসহ আহত স্ত্রী


এ সময় গাইবান্ধাগামী একটি কাভার্ডভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ জানান, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন