মাস্ককে দীর্ঘদিন সঙ্গে রাখতে চাই: ট্রাম্প

১ সপ্তাহে আগে
টেসলার ব্র্যান্ডভ্যালু বাড়াতে বিতর্কিত রাজনৈতিক সম্পৃক্ততা এবং সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইলেও ইলন মাস্ককে ছাড়তে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, মাস্ককে আরও দীর্ঘসময় রাখতে চান তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি মার্কিন ধনকুবের।

স্থানীয় সময় বুধবার (২৩ এপ্রিল) ওভাল অফিসে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা, এআই প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয় অ্যাক্রেডিটেশন থেকে শুরু করে বিদেশি অনুদানসহ নানা বিষয়ে আদেশ দেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প।

 

আর সেখানেই ইঙ্গিত দেন, ইলন মাস্ককে মার্কিন সরকারি দক্ষতা বিভাগ থেকে বিদায় নিতে দেবেন না তিনি। ট্রাম্প বলেন, মাস্ক শুধু প্রতিভাবানই নন, যুক্তরাষ্ট্রের প্রকৃত দেশপ্রেমিকদের একজন। যিনি দেশের জন্য নিজের স্বার্থ ত্যাগ করেছেন।

 

ট্রাম্প আরও বলেন, আমি চাই ইলন মাস্ক দীর্ঘদিন আমাদের সঙ্গেই থাকুক। সে একজন অসাধারণ ব্যক্তি। দেশের জন্য মাস্ক যা করেছে তা অতুলনীয়।

 

আরও পড়ুন: টেসলার হাল ধরতে রাজনৈতিক সম্পৃক্ততা কমাবেন ইলন মাস্ক!

 

ফেডারেল খরচ কমানো এবং সরকারি সেবায় কাটছাঁটের যে উদ্যোগ নিয়েছে সরকারি দক্ষতা বিভাগ, তা মাস্কের নেতৃত্বেই বাস্তবায়ন হয়েছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। একে ক্যাবিনেট সদস্যরা অনধিকার চর্চা হিসেবে দেখলেও তা মানতে নারাজ। দেশজুড়ে তৈরি হওয়া টেসলা বিরোধী জনরোষকে কৃত্রিম সংকট আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, মাস্কের সঙ্গে যা হয়েছে তা অন্যায়। তবে এ ধাক্কা মাস্ক ঠিকই সামলে নেবেন বলেও আশাবাদী তিনি। এসময় মাস্কের সমালোচনাকারীদের এক হাত নেন ট্রাম্প।

 

তিনি বলেন, ওটা ছিল পুরোপুরি কৃত্রিম। এরা অসুস্থ মানসিকতার মানুষ। যারা ভাবছিল তারা কিছু একটা করছে। কিন্তু মাস্ক সত্যিই একজন মহান দেশপ্রেমিক, এবং আমি জানি সে ঠিকই টেসলার হারানো গৌরব ফিরিয়ে আনবে।

 

এর আগে মাস্ক নিজেই জানান, মে মাসের পর বিশেষ সরকারি কর্মচারী হিসেবে নিজেকে গুটিয়ে নেবেন। তার মতে রাজনৈতিক সম্পৃক্ততায় কমেছে টেসলার বিক্রি। ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানির ব্র্যান্ডভ্যালু। তাই রাজনৈতিক আলোচনার চাপ, বিনিয়োগকারীদের অসন্তুষ্টি এবং বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের ধাক্কায় এখন আর ঝুঁকি নিতে নারাজ তিনি। এজন্যই ফের মূল ব্যবসায় সময় দেয়ার কথা জানা। কমিয়ে আনতে চান রাজনৈতিক সম্পৃক্ততা।

]]>
সম্পূর্ণ পড়ুন